বাবা-মাকে সিনেমা স্টাইলে চোখের সামনে নির্যাতন হতে দেখলো দুই শিশু আপন ভাইবোন আয়শা রিপা (৯) ও রিফাত হোসেন (১০)। রোববার সকালে কলাপাড়া হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভর্তি মুমুর্ষ মায়ের দিকে চেয়ে ২ ভাইবোন ফুফিয়ে কাঁদছিলো। কলাপাড়া হাসপাতালে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে...